জয়ের পথে বাংলাদেশ

অর্থনীতি আমেরিকা খেলাধুলা জাতীয় ঢাকা বাংলাদেশ বিনোদন ব্যবসা সিলেট
Spread the love

২৩৬ রানের মাঝারি মানের লক্ষ্য তাড়ায় শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। ৩ দশমিক ১ ওভারে মাত্র ১২ ভাঙে উদ্বোধনী জুটি। তবে দলকে ভালো শুরু এনে দেন সৌম্য সরকার।

Loaded: 12.59%

Remaining Time 9:41

যদিও ফিরেছেন ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে। অধিনায়ক শান্তের সাথে ৫৪ বলে ৫৩ রানের জুটি ভেঙে সৌম্য আউট হন ৪৫ বলে ৩৩ করে। ১২ ওভারে ৬৫ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় বাংলাদেশের।

এরপর অবশ্য আর এখন পর্যন্ত পিছু ফিরে তাকাতে হয়নি। অধিনায়কের সাথে মিলে হাল ধরেছেন মেহেদী মিরাজ। দু’জনেই দায়িত্ব নিয়ে বুঝে-শুনে খেলছেন। ইতোমধ্যে তাদের জুটিও ছুঁয়েছে পঞ্চাশ।

তাতে বাংলাদেশ দলের সংগ্রহও পৌঁছেছে তিন অংকের ঘরে। ২৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ১১৮ রান। শান্ত ৬৫ বলে ৪৬ ও মিরাজ ব্যাট করছেন ৩৬ বলে ২৫ রানে। জয়ের জন্য এখন প্রয়োজন আরো ১১৮ রান।

উল্লেখ্য, শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (বুধবার) আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। ৭১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। একটা সময় মনে হচ্ছিল হয়তো দ্রুতই গুটিয়ে যাবে তারা। তবে সেখান থেকে দলকে উদ্ধার করেন নাবি।

দারুণ সঙ্গ দেন হাশমতুল্লাহ শাহিদি। সুবাদে ৪৯ দশমিক ৪ ওভারে ২৩৪ রান তুলে আফগানিস্তান। ৯২ বলে ৫২ করে আউট হন আফগান অধিনায়ক। ৭৯ বলে ৮৪ করে আউট হন নাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *