এশিয়ান কারী এওয়ার্ড পেলেন চ্যানেল এস ফাউণ্ডার মাহী ফেরদৌস
চ্যারিটি ওয়ার্কে অনন্য ভূমিকার জন্য বিশেষ এওয়ার্ড পেয়েছেন চ্যানেল এস এর ফাউণ্ডার মাহী ফেরদৌস জলিল। ২১ নভেম্বর ১১তম এশিয়ান কারী এওয়ার্ডের অনুষ্ঠানে মিডিয়ার মাধ্যমে ও ব্যক্তিগতভাবে মানবসেবায় নেতৃত্ব অবদানের জন্য তাকে ‘স্পেশাল রিকোগনিশন’ ক্যাটাগরিতে এ এওয়ার্ড প্রদান করা হয়। লণ্ডন মিনিস্টার পল স্ক্যালি এমপি এবং এশিয়ান ক্যাটারিং ফেডারেশন (এসিএফ) এর চেয়ারপার্সন ইয়ার খান এ এওয়ার্ড […]